খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

মহানগরীর পাঁচ থানা মহিলা দলের আহবায়ক কমিটি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি |
০১:০০ এ.এম | ০২ অক্টোবর ২০২৩


বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নগরীর পাঁচ থানায় ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা ও সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিন যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন দিয়েছেন।
খুলনা সদর থানা : নগরীর সদর থানা মহিলা দলে এড. জাহানারা পারভীনকে আহবায়ক ও পারভীন বেগমকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন কাকলী খান, রোজা খানম পুতুল, নাজমুন নাহার শিখা, সোমা আক্তার, লায়লা পারভীন, মিসেস জামিলা, জাহেদা আক্তার যুথি, জেসমিন হালদার, ফারজানা আমিন নিশি, ঝুনু আক্তার, নাছিমা আক্তার, পারুল বেগম, শাহানা আক্তার, প্রিতি আক্তার রাবু, হোসনে আরা বেগম, হাজেরা আক্তার রুমা, তাসলিমা বেগম, হাজেরা বেগম ও নাছিমা বেগম।
সোনাডাঙ্গা থানা : নগরীর সোনাডাঙ্গা থানা মহিলা দলে মরিয়ম খাতুন মুন্নিকে আহবায়ক ও এ্যাড. কামরুন্নাহার হেনাকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন মুর্শিদা বেগম, শাহানা পারভীন শিল্পী, রিনা মলি­ক, নিলুফার ইয়াসমিন নিলা, রেহানা মান্নান, লাকি আজমেরি, নাছিমা আক্তার পুতুল, রোজি খান, জুলেখা বেগম, নাজমা বেগম, রাবেয়া খাতুন অনন্যা, কাকলী কলি, মোসাঃ লিলি বেগম, রুবি ইসলাম, ময়ুরী আক্তার, ফাতেমা আক্তার খুশি, আসমা আক্তার সাথী, সুমি চাকলাদার ও মাহমুদা আকবর।
খালিশপুর থানা : নগরীর খালিশপুর থানা মহিলা দলে নিঘাত সীমাকে আহবায়ক ও লুবনা ইয়াসমিন বিউটিকে সদস্য সচিব করে ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন মিসেস মনি, পাপিয়া রহমান পারুল, জাকিয়া সুলতানা, ময়না, ফাতেমা বেগম, বিউটি আক্তার, নূরজাহান বেগম, জাহানারা বেগম, খালেদা খানম, নার্গিস বেগম, শারমিন আক্তার, কাকলী ইসলাম, আনোয়ারা, মিনু বেগম, লিপি আক্তার, মুন্নি বেগম, সালমা বেগম, শাহনাজ আক্তার লুসাই ও লাইজু বেগম।
দৌলতপুর থানা : নগরীর দৌলতপুর থানা মহিলা দলে সালমা বেগমকে আহবায়ক ও মদিনা আক্তারকে সদস্য সচিব করে ২১সদস্যের অনুরুপ কমিটি ঘোষণা দেয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন হিরা খাতুন, রুমা খাতুন, রাবেয়া বেগম, আয়েশা বেগম, লায়লা আঞ্জুমান, ফিরোজা খাতুন, ফিরোজা বেগম, মোসাঃ বুবলী বেগম, আক্তার জাহান কনা, সালমা খাতুন, রিনা খাতুন, পারভীন আক্তার, আনিসা আক্তার লিপি, সুমি আক্তার, আসমা খাতুন, ফাতেমা খাতুন, হাওয়া বেগম, নাসিমা বেগম ও সাবিনা খাতুন।
খানজাহান আলী থানা : নগরীর খানজাহান আলী থানা মহিলা দলে শাম্মী চৌধুরী মলিকে আহবায়ক ও

রেশমী সুলতানাকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন শিরিন আক্তার, চমন আরা, রাজিয়া সুলতানা, সাবিনা ইয়াসমিন, বিউটি বেগম, সেলিনা বেগম, পারুল বেগম, ঝর্ণা বেগম, আসমা আক্তার, গোলাপী বেগম, লিপি আক্তার, রুবি বেগম, আশা আক্তার, কোহিনুর বেগম, পারুল আক্তার, নুপুর আক্তার, ময়না বেগম, সাফিয়া বেগম ও পারভীন বেগম।

্রিন্ট

আরও সংবদ