খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

স্ত্রীকে গলা কেটে হত্যার পর নিজেকেও শেষ করলেন যুবক

খবর প্রতিবেদন |
০৫:২১ পি.এম | ০২ অক্টোবর ২০২৩


স্ত্রীকে গলা কেটে হত্যার পর এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়ায়।  

পুলিশ জানিয়েছে, নিহত দম্পতির মধ্যে বেশ কিছু দিন ধরে মনোমালিন্য চলছিল। সংসারে অশান্তি থেকেই স্ত্রীকে খুন করে নিজের জীবনও শেষ করে দিয়েছেন ওই যুবক।

নিহতরা হলেন- পূজা ও তার স্বামী পাপ্পু। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার সকালে ওই দম্পতির বাড়িতে কাজ করতে যান গৃহকর্মী। বার বার ডেকেও সাড়া না পেয়ে তিনি বাড়ির ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পূজা। পাশে ঝুলছেন পাপ্পু। পরে গৃহকর্মীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে দম্পতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সংসারে অশান্তির জেরেই এ ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

্রিন্ট

আরও সংবদ