খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

কয়রায় রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময়

খুলনা-৬ আসনে প্রার্থী হতে চান ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদ

কয়রা প্রতিনিধি |
১১:২৮ পি.এম | ০২ অক্টোবর ২০২৩


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদ। সোমবার দুপুরে কয়রা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ইউনিটির সভাপতি ওবায়দুল কবির সম্রাটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রকিব হাসানের সঞ্চালনায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ ইচ্ছা পোষণ করেন।
মতবিনিময়কালে নেওয়াজ মোর্শেদ বলেন, দীর্ঘদিন কয়রা পাইকগাছায়  সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের পাশাপাশি এলাকার মানুষের সার্বিক উন্নয়নের চেষ্টা করে আসছি। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় পাইকগাছা-কয়রা’য় অনেক সম্ভাবনা থাকা সত্তে¡ও নির্বাচনী এ এলাকা এখনো আশানুরূপ উন্নয়নের ছোঁয়া লাগেনি। এমপি হতে পারলে সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের তথ্য প্রযুক্তি নির্ভর আত্মকর্মসংস্থান সৃষ্টি, মাদক ও জুয়া নির্মূলসহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছে আছে। সবাইকে নিয়ে অবহেলিত জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্র“তি দিয়ে তিনি সকলের সহযোগিতা ও  দোয়া প্রার্থনা করেন।
ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদ পাইকগাছা পৌর সদরের ৫নং ওয়ার্ড সরল গ্রামের বিশিষ্ট আইনজীবী মোজাফফার হাসানের ছেলে। বর্তমানে তিনি ঢাকার হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। মতবিনিময় সভায় ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদ সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সোহেল রাশেদ জনি, মোঃ ইমরান হোসেন, জি এম রশীদ, মোঃ মুনছুর আলী সরদার, গাজী মোঃ শফি কামাল, মোসাদ্দেক হাসান মিন্টু, আবু হানিফ, রায়হান হোসেন, এড. মনজুরুল হাসানসহ রিপোর্টার্স ইউনিটির কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।  

্রিন্ট

আরও সংবদ