খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

বাগেরহাটে বিশ্ব শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৩০ পি.এম | ০২ অক্টোবর ২০২৩


বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উদযাপিত হয়েছে। শিশুর জন্য বিনিয়োগ করি ভবিষ্যতের বিশ্ব গড়ি এই প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে এসি লাহা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল জব্বার, জেলা শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, জেলা ক্রীড়া কর্মকতা হুমায়ুন আহমেদ, জাতীয় মহিলা সংস্থা, বাগেরহাট জেলার চেয়ারম্যান এড. শরীফা খানম, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শিশু কিশোরদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

্রিন্ট

আরও সংবদ