খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

খুবি’র আইন ডিসিপ্লিনে মুট কোর্ট প্রতিযোগিতার সমাপনী

খবর বিজ্ঞপ্তি |
১২:০৩ এ.এম | ০৩ অক্টোবর ২০২৩


খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মুট কোর্ট সোসাইটির আয়োজনে ইন্ট্রা ডিসিপ্লিন মুট কোর্ট প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপ রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। আইন ডিসিপ্লিনের প্রধান তালুকদার রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজক কমিটির আহŸায়ক ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্তী। এ সময় আরও বক্তৃতা করেন মুট কোর্ট সোসাইটির সহ-সভাপতি তাওসিফ অনিক।
পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল হাতে ট্রফি তুলে দেন। ৭টি গ্র“পের মধ্যে গত ২২-২৩ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্বে ভক্স পোপোলি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া লেক্স লুমিনা দল রানার্সআপ, ভ্যালিয়েন্টস্ দল বেস্ট এমার্জি এবং চ্যাম্পিয়ন ভক্স পোপোলি দল বেস্ট মেমোরিয়ালের পুরস্কার অর্জন করে। ব্যক্তি পর্যায়ে বেস্ট রিসার্চার হন ভক্স পোপোলি দলের মাহবুবা সুলতানা, বেস্ট এনালিস্ট হন একই দলের তন্ময় হালদার। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ