খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

বাগেরহাটে কৃষি কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

খবর বিজ্ঞপ্তি |
১২:০৪ এ.এম | ০৩ অক্টোবর ২০২৩


বাগেরহাটে কৃষি কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোবমার সকাল ১০টা থেকে দিনব্যাপী বাগেরহাট কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে দু’দিনব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়।  
গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প এসআরডিআই’র অর্থায়নে এবং মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় কার্যালয় এ আয়োজন করে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার। সভাপতিত্ব করেন মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জিএম মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন জিকেবিএসপি প্রকল্প (এসআরডিআইঅংগ) পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস। উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আবদুল­াহ আল মামুন। প্রশিক্ষণে এসআরডিআই খুলনা, সাতক্ষীরা এবং কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট ও পিরোজপুরের ৩০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। আজ মঙ্গলবার এর শেষ হবে। 
 

্রিন্ট

আরও সংবদ