খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

জামায়াতের প্রবীণ রুকন মাস্টার আব্দুর রউফের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ০৩ অক্টোবর ২০২৩


বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা ন্যাশনাল সরকারি প্রাথমিক অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আব্দুর রউফ (৮৫) ইন্তেকাল করেছেন  (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। বার্ধক্যজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল পৌণে ৬টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোঃ মোস্তাফিজুর রহমান টিংকুর শশুর। 
সোমবার বাদ আসর খুলনার মুসলমানপাড়াস্থ জামি’আ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। 
এদিকে জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন অবসর প্রাপ্ত শিক্ষক মাস্টার আব্দুর রউফ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা মহানগরী  আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এড. মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা সদর থানা আমীর মাওলানা আবু তারিম ও সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান।

্রিন্ট

আরও সংবদ