খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

অভয়নগরের ভ্রাম্যমাণ আদালতে ২৮ হাজার টাকা জরিমানা

অভয়নগর প্রতিনিধি |
১২:৪৩ এ.এম | ০৩ অক্টোবর ২০২৩


অভয়নগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার দুপুরে নওয়াপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। 
ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে বিএসটিআই কর্মকর্তাকে সাথে নিয়ে প্রথম ধাপে রাজঘাটের নুরজাহান ফিলিং স্টেশন, নোয়াপাড়া ফিলিং স্টেশন ও বন্ধন ওয়েব্রিজে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওজন পরিমাপ সঠিক হওয়ায় এসব প্রতিষ্ঠানে কোন জরিমানা করা হয়নি। তবে নওয়াপাড়া মুসলিম হোটেলের ম্যানেজার তৈয়ব আলীকে অভিযান পরিচালনা করে দই মিষ্টির ওজন কম ও ষাড়ের মাংসের দামে গাভীর মাংস বিক্রির অভিযোগে ওজন পরিমাপ মানদণ্ড আইন ২০০৮ এর ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কাঁচা বাজার সংলগ্ন মেসার্স দত্ত ডিপার্টমেন্টাল স্টোরের মালিক তাপস দত্তকে একই আইনে ৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এর আগে নওয়াপাড়া কাঁচা বাজারের বিভিন্ন দোকানের ওজন স্কেল ঠিক আছে কিনা তা যাচায় করা হয়। নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান বলেন, নওয়াপাড়া পৌরবাসীকে একটি আধুনিক পরিচ্ছন্ন ও মনোরম নগর উপহার দিতে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্তা ও পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
 

্রিন্ট

আরও সংবদ