খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

পাসওয়ার্ডের বদলে এলো পাসকি, ব্যবহারের উপায় জানুন

খবর প্রতিবেদন |
০১:৪৩ পি.এম | ১২ অক্টোবর ২০২৩


পাসওয়ার্ডকে চিরবিদায় জানিয়ে গুগল আনল পাসকি। যা অনেক বেশি সুরক্ষিত। ব্যবহারও সহজ। গুগল তার ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ডিফল্ট সাইন-ইন প্রক্রিয়ার জন্য পাসকি চালু করেছে।

এ বিষয়ে গুগল তার ইউজারদের অবগত করেছে, পাসকি ফিচারটি বাই ডিফল্ট তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অর্থাৎ, অ্যাকাউন্ট সেটিংস থেকে এর সেটআপ প্রক্রিয়াটি ব্যবহারকারীদের ম্যানুয়ালি সার্চ করতে হবে না।

প্রশ্ন হচ্ছে, কী এই পাসকি, আর কীভাবেই বা আপনি তা সেটআপ করবেন, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

গুগল পাসকি কী?

প্রকৃতপক্ষে পাসওয়ার্ডের থেকে পাসকি অনেক বেশি সুরক্ষিত এবং তা ব্যবহারও সুবিধাজনক। পাসকিগুলো ব্যবহারকারীদের বিভিন্ন গুগল অ্যাপে লগইন করতে দেয় এবং ওয়েবসাইটগুলিতে ঢুঁ মারতে দেয় বায়োমেট্রিক সেন্সর (ফেসিয়াল রিকগনিশন বা ফিঙ্গারপ্রিন্ট), প্যাটার্ন, পিনের মাধ্যমে। অর্থাৎ গুগল ব্যবহারকারীদের এবার লগইন করতে আর পাসওয়ার্ড মনে রাখতে হবে না।

কীভাবে কাজ করবে?

চিন্তার কোনো কারণ নেই। রাতারাতি পাসওয়ার্ড উধাও হয়ে যাচ্ছে না। গুগলবলছে, পাসওয়ার্ড আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে থাকবে। ইউজাররা চাইলে আগের মতোই প্রথাগত পাসওয়ার্ড ব্যবহার করে তাদের অ্যাকাউন্টে লগইন করতে পারেন।

শুধু তাই নয়। তারা যদি পাসকি ব্যবহার করতে না চান, তাহলে তার পরিবর্তে পাসওয়ার্ডই ব্যবহার করতে পারেন। অর্থাৎ পাসওয়ার্ড নাকি পাসকি  ব্যবহার করবেন, তা বেছে নেওয়ার দায়িত্বভারটাও ব্যবহারকারীদের হাতেই তুলে দিয়েছে গুগল।

গুগলের দুই প্রোডাক্ট ম্যানেজার ক্রিশ্চিয়ান ব্র্যান্ড এবং শ্রীরাম কারা জানিয়েছেন, পার্সোনাল গুগল অ্যাকাউন্টগুলোর জন্য পাসকি কখনই ডিফল্ট অপশন নয়।

গুগল অ্যাকাউন্টে পাসকি সেট আপ করবেন কীভাবে?

এজেন্য আপনাকে প্রথমেই যেতে হবে g.co/passkeys ওয়েবসাইটে। আপনি যদি অ্যানড্রযেড ফোনে সাইন-ইন করে রাখেন, সেক্ষেত্রে পাসকি রেজিস্টার করা হতে পারে অটোমেটিক্যালি। পাসকি ব্যবহার করার জন্য আপনাকে ‘Use Passkeys’ অপশনে ট্যাপ করতে হবে। আবার পাসকি ব্যবহার করতে আপনাকে ট্যাপ করতে হবে ‘Create A Passkey’ অপশনে।

্রিন্ট

আরও সংবদ