খুলনা | মঙ্গলবার | ০৫ ডিসেম্বর ২০২৩ | ২১ অগ্রাহায়ণ ১৪৩০

খুলনা প্রেসক্লাব ও বিএনপি’র শোক

সাংবাদিক রুমীর মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
০১:২০ এ.এম | ২৪ অক্টোবর ২০২৩


খুলনা প্রেসক্লাবের অস্থায়ী সদস্য ও দীপ্ত  টিভি’র খুলনা বিভাগীয় প্রধান, দৈনিক জন্মভূমির নিউজ রুম ইনচার্জ ইয়াসিন আরাফাত রুমীর আম্মা আমেনা পারভীন গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক ছেলে এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল আসরবাদ রূপসা উপজেলার জাবুসায় গ্রামের বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। আগামী জুম্মাবাদ মরহুমের মাগফিরাত কামনায় স্থানীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন নির্মাণাধীন মসজিদে মরহুমের মাগফিরাত কামনায় সাদকায়ে জাহরিয়া দেবার সিদ্ধান্ত নিয়েছেন একমাত্র পুত্র ইয়াসিন আরাফাত রুমী।
এদিকে, সাংবাদিক এসএম ইয়াসীন আরাফাত রুমীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
অনুরূপ শোক বিবৃতি দিয়েছেন সময়ের খবর সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। বিবৃতিতে তিনি মরহুমের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিএনপি : সাংবাদিক এসএম ইয়াসীন আরাফাত রুমীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএনপি মিডিয়া কমিটির আহবায়ক এহতেশামুল হক শাওন ও সদস্য সচিব মিজানুর রহমান মিলটন।

প্রিন্ট

আরও সংবাদ