খুলনা | মঙ্গলবার | ০৫ ডিসেম্বর ২০২৩ | ২১ অগ্রাহায়ণ ১৪৩০

কেসিসি’র প্রথম প্রশাসক সিরাজুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৯ এ.এম | ০৬ নভেম্বর ২০২৩


খুলনা পৌরসভার শেষ চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রথম প্রশাসক ও মহানগর মুসলিম লীগের সভাপতি সিরাজুল ইসলাম আর নেই। রোববার ভোর ৪টা ৪৫ মিনিটে ৬৭ নম্বর হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান তিনি (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার সাংবাদিকদের বলেন, আমার আব্বা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ভোরে তিনি মারা যান। তিনি ২ ছেলে ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একাধারে নিরহঙ্কার রাজনীতিক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসেবে সমধিক পরিচিতি লাভ করেন। রোববার বাদ আসর খুলনা শহিদ হাদিস পার্কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায়, অংশ নেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু, কেসিসি’র সাবেক মেয়র বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জমান মনি, আ’লীগ নেতা সাবেক সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, বাংলাদেশ জাতীয় পার্টির এড. লতিফুর রহমান লাবু, জাতীয় পার্টির হাদিউজ্জামান, শাহ লায়েক উল­াহ, বিজেপি নেতা সিরাজ উদ্দিন সেন্টু, রেজাউল করিম দুলাল, মোঃ দাউদ ইসলাম, শেখ হায়দার আলী, মোঃ আজিম শেখ, জাহাঙ্গীর আলম, বাবর আলী, মোঃ ইকবালসহ গণ্যমান্য ব্যক্তি।
বিকেলে সিটি মেয়র নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত নামাজে জানাযার পূর্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জীবনী : সিরাজুল ইসলাম খুলনা ইউনানী আয়ুর্বেদিক কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, বয়রা ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা, তার পাশেই সিরাজুল ইসলাম হেফজখানা ও মসজিদ নির্মাণ, বয়রা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাসহ অসংখ্য কলেজ, স্কুল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া একাধিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠায় জড়িত ছিলেন। তিনি একজন সৎ ও দানশীল মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। সারা জীবন তিনি মুসলীম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি খুলনা মহানগর মুসলিম লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। 
প্রবীণ এই রাজনীতিক সিরাজুল ইসলাম ১৯৮৪ সালের ২১ মার্চ  তৎকালীন খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে খুলনার অপর প্রখ্যাত রাজনীতিক ও ব্যবসায়ী এ ইউ আহমেদকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত খুলনা পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর থেকে ১৯৮৮ সালের ২২ আগস্ট পর্যন্ত খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুম সিরাজুল ইসলামের ছোট ভাই স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত (মরণোত্তর) বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সরকারি কর্মকর্তা আব্দুর রউফ ছিলেন বাংলাদেশ সংবিধানের প্রথম লিপিকার।
সিটি মেয়রের শোক : ও খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাবেক প্রশাসক সিরাজুল ইসলামের মৃত্যুতে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। 
অনুরূপ শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজা উদ্দিন রাজা, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এড. আক্তার জাহান রুকু, জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী, মহানগর সিনিয়র সহ-সভাপতি শফিক আহমেদ খান মানিক, জেলা সহ-সভাপতি শেখ শাহজাহান, মহানগর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক বাবর আলী প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন এড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, মিনা আজিজুর রহমান, সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, মফিদুল ইসলাম টুটুল, এস এম আকতার উদ্দিন পান্নু, মোঃ খলিলুর রহমান, শেখ আবিদ উল­াহ্, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোল­া মারুফ রশীদ, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার, এস এম ইকবাল হোসেন বিপ্লব, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, সরদার রবিউল ইসলাম রবি, রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, আনিসুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, মোঃ হায়দার আলী, মোঃ শফিকুর রহমান, মোঃ ইলিয়াস মোল­া, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু,¡ মোঃ মিজানুর রহমান টিংকু, শিকদার আব্দুল খালেক প্রমুখ। 
অনুরূপ বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, কাউন্সিলর মাজেদা খাতুন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু,  ডাঃ আব্দুস সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, নিয়াজ আহমেদ তুহিন, মোঃ কামরুল ইসলাম কাম, মুন্সি আহমেদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুষার, মোঃ শাকিল আহমেদ রাজা, মোঃ আঃ রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মোঃ আরিফ আহমেদ, মোঃ জিসান রহমান, তাহেরুল আলম, মোঃ শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, আশরাফুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
অনুরূপ শোক প্রকাশ করেছেন মুসলি­ পরিষদ বাংলাদেশের আহবায়ক স ম গোলাম মোস্তফা, সদস্য সচিব মোঃ সোহরাব হোসেন, খুলনা মহানগরী শাখার কো-কনভেনার মোঃ জাহিদ হাবিব, কো-কনভেনার মোঃ আনোয়ারুল হক স্বাধীন, সদস্য সচিব মোঃ নুরুজ্জামান।

প্রিন্ট

আরও সংবাদ