খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

কচুয়া ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ১৫ নভেম্বর ২০২৩


কচুয়া মরহুম এস এম মাহফুজুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গোয়ালমাঠ ফুটবল মাঠে প্রায়াত উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের স্মরণে ৮ দলিয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে পিরোজপুর জেলা ফুটবল দল বনাম গোপালগঞ্জ জেলা ফুটবল দল। এ খেলার উদ্বোধন করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তাসলিমা বেগম। রাড়িপাড়া ইউনিয়নের যুবলীগে সভাপতি মেহেদি হাসার বাবুর সার্বিক পরিচলনায় উপস্থিত ছিলেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহাসীন হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকীব নজিবুল হক নজু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান ঝুমুর, শ্রমিক লীগের সভাপতি খান শহিদুল ইসলাম প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ