খুলনা | শনিবার | ০২ ডিসেম্বর ২০২৩ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

চীনে খনির অফিসে অগ্নিকাণ্ডে নিহত ২৫

খবর প্রতিবেদন |
০৩:০৩ পি.এম | ১৬ নভেম্বর ২০২৩


চীনের একটি খনির অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ২৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের উত্তরাঞ্চলের সানচি প্রদেশে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ভবনটি ছিল একটি খনির অফিস ভবন। বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে ভবনটিতে আগুন লাগে।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। পরে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

আগুন লাগা ভবনটি চারতলা বিশিষ্ট। যার মালিকানায় রয়েছে ইয়ংজু নামে একটি প্রতিষ্ঠান। তবে এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনার বিষয়ে খনি প্রতিষ্ঠানের কাছে মন্তব্য জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

চীনে অগ্নিকাণ্ডের ঘটনা অস্বাভাবিক নয়। এ জন্য দেশটির জনগণের মাঝে কর্মকর্তাদের নিয়ে ক্ষোভ রয়েছে। চলতি বছরের এপ্রিলে বেইজিংয়ে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হন।

প্রিন্ট

আরও সংবাদ