খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

বিপিএমপিএ খুলনা জেলা শাখার ইনডোর গেমস প্রতিযোগিতার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১১:৫৩ পি.এম | ১৭ নভেম্বর ২০২৩


বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা জেলা শাখা আয়োজিত ইনডোর গেমস প্রতিযোগিতা গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি ডাঃ গাজী মিজানুর রহমান। 
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিপিএমপিএ খুলনা জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ইনডোর গেমস টুর্নামেন্টের আহবায়ক ডাঃ আবু মোঃ মঈনউদ্দিন-আল-আমিন। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন ইনডোর গেমস টুর্নামেন্ট সাব-কমিটির সদস্য সচিব ডাঃ নাজদান লস্কর।  সম্মানিত সদস্যবৃন্দ ছিলেন, ডাঃ মোঃ মেহেদী হাসান, ডাঃ বিশ্বজিৎ সরকার, ডাঃ মোঃ আবুল হাসানাত, ডাঃ আরিফা বেগম। ইনডোর গেমস টুর্নামেন্টে টেবিল টিনিস, ক্যারাম, দাবা, লুডু, কার্ড ও ডার্ট গেমস’র আয়োজন করা হয়। এই প্রতিযোগিতা আগামী ১লা ডিসেম্বর পর্যন্ত চলবে এবং আগামী ৮ই ডিসেম্বর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। 
ইনডোর গেমস টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডাঃ আর কে নাথ, ডাঃ এম আর খান, ডাঃ মোঃ মোস্তফা কামাল, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডাঃ এম এ হান্নান, সাংগঠনিক সম্পাদক ডাঃ গৌতম রায়, দপ্তর-সম্পাদক ডাঃ এম বি জামান, ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ শাহীন নওরোজী, ডাঃ সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডাঃ মনোজ কুমার বোস, ডাঃ কানিজ ফাহমিদা, ডাঃ মোল­া হারুন-অর-রশীদ, ডাঃ চন্দন কুমার সাহা, ডাঃ নুরসেরাত আহমেদ ও ডাঃ মোঃ রকিবুল ইসলামসহ বেসরকারি বিপুল সংখ্যক চিকিৎসকবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ