খুলনা | বৃহস্পতিবার | ১০ অক্টোবর ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১

ফাইনালে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫৪ পি.এম | ১৯ নভেম্বর ২০২৩


জোড়া হারে বিশ্বকাপ মিশন শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে এরপরই ঘুরে দাঁড়িয়ে সব বাধা টপকে ফাইনালে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। রেকর্ড অষ্টমবারের মতো বৈশ্বিক ফাইনাল নিশ্চিতে টানা ৮ ম্যাচ জিতেছে অজিরা।

এবার রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের পথে তাদের সামনে স্বাগতিক ভারত। রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ফাইনালটি শুরু হবে।

ফাইনালে প্রায় অপরিবর্তিত একাদশ নিয়েই নামতে পারে অস্ট্রেলিয়া। তবে ফাইনালে মার্নাস ল্যাবুশেনের জায়গায় মার্কাস স্টয়নিসকে বিবেচনায় নিতে পারে অজি শিবির। তবে স্বাগতিকদের বোলিং বিবেচনায় তার ওপরই আস্থা রাখতে পারে অজিরা। বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যর্থ উইকেটকিপার ব্যাটার জস ইংলিস; তবুও তার ওপরই আস্থা রেখেছে অজি টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তাদের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।

অস্ট্রেলিয়ার টপ-অর্ডারে তিনজন প্রায় নিশ্চিত। বাঁ-হাতি অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে গোড়াপত্তন করতে পারেন ট্রাভিস হেড। এরপর মিচেল মার্শ।

মিডল-অর্ডারে অস্ট্রেলিয়ার বড় আস্থা স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। ভারতীয় কন্ডিশন বিবেচনায় পাঁচে ল্যাবুশেন। এরপর ক্রমান্বয়ে জস ইংলিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউডকে দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস ল্যাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

্রিন্ট

আরও সংবদ