খুলনা | রবিবার | ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

৩ ঘণ্টায় ছয়শ মনোনয়ন ফরম বিক্রি আওয়ামী লীগের

খবর প্রতিবেদন |
০১:৩৬ পি.এম | ১৯ নভেম্বর ২০২৩


প্রথম তিন ঘণ্টায় ছয়শ’র বেশি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রামে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি এবং রংপুর বিভাগে ৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর আগে শনিবার প্রথম দিনে এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

্রিন্ট

আরও সংবদ