খুলনা | শনিবার | ০২ ডিসেম্বর ২০২৩ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

বিশ্বকাপ ফাইনাল : ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে ঢুকে পড়লেন যুবক

ক্রীড়া প্রতিবেদক |
০৪:১৪ পি.এম | ১৯ নভেম্বর ২০২৩


ভারত বিশ্বকাপের ফাইনালে ম্যাচের মধ্যেই দেখা গেল এক অন্যরকম ঘটনা। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল চলাকালে ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তার হাতে এবং মুখে ছিল ফিলিস্তিনের পতাকা আর টি-শার্টে লেখা ছিল ‘ফিলিস্তিনে বোমা নিক্ষেপ বন্ধ কর’।

ভারতের ইনিংস চলাকালীন ১৪তম ওভারে ঘটে ঘটল ঘটনাটি। অ্যাডাম জাম্পার করা ১৪তম ওভারে তৃতীয় বলটির সময় মাঠে প্রবেশ করেন এই সমর্থক। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। যদিও সম্প্রচারে ক্যামেরায় খুব বেশি দেখানো হয়নি এই দৃশ্য।

যদিও এই ফাইনালকে ঘিরে নিরাপত্তা বাড়িয়েছে আহমেদাবাদ রাজ্য পুলিশ। জানা গেছে, স্টেডিয়ামের মধ্যে দায়িত্ব পালন করছেন তিন হাজারের ওপর পুলিশ সদস্য। এর পরেও এমন ঘটনা স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়।

প্রিন্ট

আরও সংবাদ