খুলনা | মঙ্গলবার | ০৫ ডিসেম্বর ২০২৩ | ২১ অগ্রাহায়ণ ১৪৩০

প্রথমবার বিশ্বকাপ জিতে খুশিতে আত্মহারা লাবুশেন

ক্রীড়া প্রতিবেদক |
১০:২৬ পি.এম | ১৯ নভেম্বর ২০২৩


১১০ বলে অপরাজিত ৫৮ রানের কী মাহাত্ম্য তা সবচেয়ে ভাল বলতে পারবেন অস্ট্রেলিয়ার সাজঘরে থাকা ক্রিকেটাররা। রানটি মারনাস লাবুশেনের। চাপে পড়ে যাওয়া দলকে বিশ্বকাপ জিতিয়েই ফেরেন যিনি। ম্যাচ শেষে জানালেন তার অভিজ্ঞতা।

‘আজ আমরা যা অর্জন করেছি তা অসাধারণ। এটি আমার জীবনের সেরা অর্জন। ভারত এই আসরের সবচেয়ে সেরা দল। কিন্তু আপনি যদি আপনার সেরা ক্রিকেটটা খেলতে পারেন যেকোনো কিছুই সম্ভব। আমাদের বোলাররা দূর্দান্ত করেছে। ট্রাভিস তো সবার নজরে কেড়ে নিয়েছে। যেভাবে সবকিছু হলো তা অবিশ্বাস্য। দুই মাস আগেও আমি ওয়ানডে দলেই ছিলাম না। আমি ভাষা হারিয়ে ফেলছি..’

প্রিন্ট

আরও সংবাদ