খুলনা | মঙ্গলবার | ০৫ ডিসেম্বর ২০২৩ | ২১ অগ্রাহায়ণ ১৪৩০

বিশ্বকাপের সেরা একাদশে ভারতীয়দের প্রাধান্য

ক্রীড়া প্রতিবেদক |
০২:২৫ পি.এম | ২০ নভেম্বর ২০২৩


প্রতিবারের মতো সদ্য শেষ হওয়া ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সেরা পারফর্মারদের নিয়ে একটি একাদশ তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যেখানে টানা দশ ম্যাচ জিতেও ট্রফি জিততে না পারা টিম ইন্ডিয়ার রয়েছে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়। অপরদিকে বিশ্বকাপ জয়ের পরও মাত্র দুই অজি ক্রিকেটার জায়গা করে নিয়েছে এই একাদশে। স্বাভাবিকভাবেই আট ম্যাচ হেরে সবার আগে বাদপড়া বাংলাদেশ ক্রিকেট দলের কোনো ক্রিকেটার এই একাদশে নেই।

এবারের আসরে ব্যাটে বলে অনেকেই যেমন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, তেমনি অনেকে উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়। টুর্নামেন্টে শেষে চলছে সেরা একাদশ যাচাইয়ের কাজ। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের পর এবার এই আসরের জন্য সেরা একাদশ বাছাই করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।  

আইসিসির এই একাদশে প্রাধান্য পেয়েছে ভারতীয় ক্রিকেটাররাই। সর্বোচ্চ ৬ জন আছে এই একাদশে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড থেকে এসেছেন ১ জন করে। অস্ট্রেলিয়ার ২ জন জায়গা করে নিয়েছেন এই একাদশে। টুয়েলভম্যান হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি। ঘোষিত দলে চমক ছিল রাচীন রবীন্দ্রের না থাকা। এমনকি লোকেশ রাহুলের থাকা নিয়েও উঠেছে প্রশ্ন।

ওপেনার হিসেবে থাকছেন দুই বিধ্বংসী ক্রিকেটার কুইন্টন ডি কক এবং রোহিত শর্মা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন এই দুইজন। দুইয়ে থাকা রোহিতের রান ৫৯৭। আর তিনে থাকা ডি ককের রান ৫৯৪। দুজনের দায়িত্ব থাকবে ভালো শুরু এনে দেওয়ার।

তিনের জায়গাটায় নিশ্চিত বিরাট কোহলি। স্বপ্নের মত এক টুর্নামেন্ট কাটিয়েছেন তিনি। শচীনের গড়া রেকর্ড ভেঙেছেন। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন। এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের নতুন রেকর্ডের মালিক হয়েছেন। ৭৬৫ রানের ট্যালি তাকে এনে দিয়েছে টুর্নামেন্ট সেরার সম্মান।

৫৫২ রান করা ড্যারেল মিচেলকে রাখা হয়েছে এই একাদশে। তবে পুরো টুর্নামেন্টে আলো ছড়ানো রাচীন রবীন্দ্রের জায়গা হয়নি এতে। একাদশে উইকেটরক্ষকের দায়িত্ব দেয়া হয়নি লোকেশ রাহুলকে। ৪৫২ রান করা এই ব্যাটার বেশ কিছু ম্যাচেই নিজের নামের সুবিচার করেছেন। ব্যাটার হিসেবেই জায়গা পাচ্ছেন তিনি।

লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব থাকছে গ্লেন ম্যাক্সওয়েল এবং রবীন্দ্র জাদেজার হাতে। স্পিন বোলিং অলরাউন্ডার আর লোয়ার মিডল অর্ডারের ভারসাম্য রক্ষা করবেন এই দুজন। ম্যাক্সওয়েল থাকবেন ফিনিশিং রোলে। আফগানিস্তানের বিপক্ষে তার ২০১ রানের ইনিংস এই বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

জাসপ্রিত বুমরাহ, দিলশান মাদুশাঙ্কার পাশপাশি পেস বোলিংয়ে থাকবেন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী মোহাম্মদ শামি। দিলশান তার ২১ উইকেটের জন্য জায়গা পেলেও, বুমরাহ জায়গা করে নিয়েছে ইম্প্যাক্টফুল বোলিংয়ের জন্য। আর স্কোয়াডে একমাত্র স্পিনার অ্যাডাম জাম্পা। ১১ ম্যাচে তার উইকেট ২৩টি। 

প্রিন্ট

আরও সংবাদ