খুলনা | মঙ্গলবার | ০৫ ডিসেম্বর ২০২৩ | ২১ অগ্রাহায়ণ ১৪৩০

খুলনা-৫ আসনে দলীয় মনোনয়ন ফরম দিলেন জেলা আ’লীগ নেতা আজগর বিশ্বাস তারা

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ২১ নভেম্বর ২০২৩


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন খুলনা জেলা আ’লীগের সদস্য মোঃ আজগর বিশ্বাস তারা। সোমবার সকালে আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন তিনি। এর আগে রোববার সকালে দলীয় প্রার্থী হওয়ার প্রত্যাশায় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, জেলা আ’লীগের কর্মী মোঃ আতিকুজ্জামান মুরাদ, শেখ মাহিদুর রহমান, আ’লীগ নেতা জয়দ্রথ বাছার, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন মিঠু, শেখ রায়হান হাসান, বিশ্বাস প্রোপার্টিজের ডিরেক্টর মোঃ সাজ্জাদ হোসেন প্যারিস, ডিরেক্টর এডমিন শিকদার আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক পিন্টু, ধীলন পাল প্রমুখ।
মনোনয়ন জমাদান শেষে মোঃ আজগর বিশ্বাস তারা জানান, গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নির্বাচনের কোন বিকল্প নেই। স্বাধীনতার চেতনাকে শক্তিশালী রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যোগদান করে খুলনা-৫ আসন (ডুমুরিয়া-ফুলতলা) কে স্মার্ট আসন হিসেবে গড়ে তুলে উন্নয়নের ছোঁয়া প্রতিটি স্থানে পৌঁছে দিতে চাই। 
 

প্রিন্ট

আরও সংবাদ