খুলনা | মঙ্গলবার | ০৫ ডিসেম্বর ২০২৩ | ২১ অগ্রাহায়ণ ১৪৩০

যশোরে পৃথক অভিযানে ৩০ ককটেল বোমাসহ এয়ারগান উদ্ধার

খবর প্রতিবেদন |
১২:৪৪ পি.এম | ২১ নভেম্বর ২০২৩


যশোর শহর ও বেনাপোল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ ককটেল বোমা ও একটি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (২০ নভেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার (২১ নভেম্বর) র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন, দেশ ও জনগনণের জানমালের ক্ষতিসাধন ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির লক্ষ্যে যশোর জেলার বিভিন্ন এলাকায় ককটেল বোমা বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে। এরপর সোমবার গভীর রাতে যশোর শহরের বেজপাড়া, চোকদারপাড়া, আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বাজারের ব্যাগ বিশেষভাবে রক্ষিত ৯ ককটেল বোমা ও ১টি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোরের অপর একটি টিম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পাশের ঝোপের মধ্য থেকে একটি বালতি ভর্তি ২১ ককটেল বোমা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে উদ্ধার করা ককটেল বোমা একত্রিত করা হয়েছিল। ককটেল বোমা মজুদকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, ককটেল ও এয়ারগান বেনাপোল পোর্ট থানা ও কোতয়ালি মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ