খুলনা | মঙ্গলবার | ০৫ ডিসেম্বর ২০২৩ | ২১ অগ্রাহায়ণ ১৪৩০

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আইসিইউতে

খবর প্রতিবেদন |
০১:১৬ পি.এম | ২১ নভেম্বর ২০২৩


কারারুদ্ধ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের স্বাস্থ্যের অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, গতকাল ২০ নভেম্বর দিবাগত গভীর রাত প্রায় ৩টার দিকে তাকে জরুরিভিত্তিতে বিএসএমএমইউ’র আইসিইউ’তে ভর্তি করা হয়। এর আগে সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের শ্বাসকষ্ট দেখা দিলে সোমবার বেলা ১১টার দিকে তাকে বিএসএমএমইউ’র সিসিইউ’তে ভর্তি করা হয়েছিল।

দিদার বলেন, গতকাল সন্ধ্যা ৭ টা থেকে তার হার্ট ফেলিওর ডেভেলপ করেছে। তাছাড়াও নিউমোনিয়া, ফুসফুসে প্রদাহ বেড়ে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। রক্তচাপ উঠা-নামা করছে। তার পরিবার জানিয়েছে বর্তমানে জীবন ঝুঁকিতে রয়েছেন সাবেক এই বর্ষীয়ান সাংসদ।

প্রিন্ট

আরও সংবাদ