খুলনা | রবিবার | ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

৮ দিনে বিশ্বজুড়ে কত আয় করল সালমানের ‘টাইগার ৩’

খবর বিনোদন |
০৩:১২ পি.এম | ২১ নভেম্বর ২০২৩


গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘টাইগার ৩’। দীপাবলির সময় মুক্তি পাওয়া সত্বেও তরতরিয়ে বেড়ে চলেছে সালমান খানের সিনেমার আয়। তবে বিশ্বকাপের আবহে খানিকটা শ্লথ হয়েছে এই সিনেমার আয়ের গতি। ৮ দিনে বিশ্বজুড়ে ৩৭৬ কোটি টাকা আয় করল এই সিনেমা।

‘টাইগার ৩’ মুক্তি পেয়েছে ১২ নভেম্বর। একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বিশ্বকাপের আবহ সবটা মিলিয়ে আয়ের গতি খানিক শ্লথ হলেও ‘টাইগার ৩’ মোটের উপর বেশ ভালোই ব্যবসা করে চলেছে। এবার এদিন যশরাজ ফিল্মসের তরফে প্রকাশ্যে আনা হল সালমানের সিনেমার রিপোর্ট কার্ড।

যশরাজ ফিল্মসের তরফে টুইট করে জানানো হয়েছে ‘টাইগার ৩’ মাত্র আটদিনে এই সিনেমা বিশ্বজুড়ে ৩৭৬ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে ভারতীয় বক্স অফিস থেকে এসেছে ২৮০ কোটি টাকা। দেশের বাইরে ৯৬ কোটি তুলেছে।

এই হিসেব দিয়ে যশরাজ ফিল্মসের তরফে জানানো হয়, ‘টাইগার ৩’ এখনও সবার মন জিতে চলেছে। অ্যাকশনে ভরপুর সিনেমা সবার মনে রাজ করছে। ‘টাইগার ৩’ দেখুন আপনার বাড়ির কাছের হলে।

‘টাইগার ৩’ সিনেমাটির পরিচালনা করেছেন মণীশ শর্মা। এটি হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে। এখানে আবার ছয় বছর পর টাইগার হয়ে ফিরেছেন সালমান খান। সঙ্গে আছেন জোয়া ক্যাটরিনা কাইফ। খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে ইমরান হাশমি। এর আগে টাইগার ফ্র্যাঞ্চাইজির ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছে। এবার এল ‘টাইগার ৩’। এটি যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা।

্রিন্ট

আরও সংবদ