খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

রূপসায় মাস্টার্স কাপ ফুটবল

নৈহাটী সান কিং মাস্টার্স এফসি দল চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৮ এ.এম | ২৭ নভেম্বর ২০২৩


রূপসায় তিন দিনব্যাপী ১ম চার দলীয় মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে নৈহাটী সান কিং মাস্টার্স এফসি দল চ্যাম্পিয়ন হয়েছে। নৈহাটী সান কিং মাস্টার্স এফসি দল (৫-৩) গোলে মোহামেডান ভেটারেন্স ফুটবল ক্লাবকে পরাজিত করে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় নৈহাটী স্পোর্টিং ক্লাব আয়োজিত ফাইনালে নৈহাটী সান কিং মাস্টার্স এফসি দল মোহামেডান ভেটারেন্স ফুটবল ক্লাবের মুখোমুখি হয়। 
নির্ধারিত সময়ে খেলায় গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে নৈহাটী সান কিং মাস্টার্স এফসি দল (৫-৩) গোলে মোহামেডান ভেটারেন্স ফুটবল ক্লাবকে পরাজিত করে। প্রধান অতিথি হিসেবে চাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রপি তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল­াহ হেল বাকী। 
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন, জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকর প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ। সান স্পোর্টিং ক্লাবের স্বত্ত¡াধিকারী মোঃ মঈনুল ইসলাম টুটুলের সার্বিক পরিচালনায় খেলা পরিচালনা করেন রেফারি জোনায়েদ শরীফ, মনির আহমেদ ঢালী ও শেখ কামাল আহম্মেদ। ধারাভাষ্যকর ছিলেন জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এড. প্রজেশ রায়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার প্রশান্ত কুমার দে ও সাবেক ফুটবলার মোঃ ইরান শেখ টুর্নামেন্ট পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের শেখ, শেখ কামাল ফুটবল কোচ মোঃ মনির শেখ, ক্রীড়া ব্যক্তিত্ব তারেক আহমেদ টিপু, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ বাবু মোল­া, জামাল মোল­া, ফুটবলার সাধন কুমার দে প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ