খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

খুলনা বিভাগের ১১ জনসহ বাদ পড়লেন ৭১ সংসদ সদস্য

খবর প্রতিবেদন |
০১:১৮ এ.এম | ২৭ নভেম্বর ২০২৩


অনেক আসনে নতুন মুখ দেখা যাবে এ রকম ঘোষণা এসেছিল অনেক আগেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ এবার সেপথেই হেঁটেছে। একাদশ জাতীয় সংসদের ৭১ জন এমপিকে এবার বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গায় এসেছে নতুন মুখ।
নানা কারণে এসব আসনে প্রার্থী পরিবর্তন করা হলো বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর খুব বেশি পরিবর্তন করা হয়নি। তবে এবার ‘জিতে আসার মতো ভালো প্রার্থীকে’ মনোনয়ন দেওয়ার কথা বলেছেন দলটির সভাপতি শেখ হাসিনা।
বাদ পড়া এমপি এবং গতবার জোটের শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলো মিলিয়ে মোট ১০৪টি আসনে নতুন মুখ দেওয়া হয়েছে।
খুলনা বিভাগে যে সংসদ সদস্যরা পাননি দলীয় মনোনয়ন, খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-৩ বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৬ আক্তারুজ্জামান বাবু, সাতক্ষীরা-২ মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ এস এম জগলুল হায়দার, মেহেরপুর-২ সাহিদুজ্জামান খোকন, ঝিনাইদহ-৩ শফিকুল আজম খান,  যশোর-২ নাসির উদ্দিন, যশোর-৪ রণজিত কুমার রায় , মাগুরা-১ সাইফুজ্জামান শিখর, বাগেরহাট-৪ আমিরুল আলম মিলন।

্রিন্ট

আরও সংবদ