খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি

খবর প্রতিবেদন |
০৬:৩৪ পি.এম | ২৭ নভেম্বর ২০২৩


দেশের তিনশ আসনের মধ্যে ২৮৯টিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করে মহাসচিব মুজিবুল হক চুন্নু।

প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের মহাসচিব কিশোরগঞ্জ-৩ আসনে এবারও লড়বেন। এছাড়া ঢাকার প্রায় সব আসনে প্রার্থী দিয়েছে দলটি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনসহ কয়েকটি আসনে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। এছাড়া দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থী দেয়নি দলটি।

১১টি আসনে প্রার্থী ঘোষণা না করার ব্যাপারে জাপা মহাসচিব বলেন, এসব আসনে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। প্রয়োজন হলে পরে প্রার্থী ঘোষণা করা হবে।

চুন্নু জানান, বর্তমান সংসদে জাতীয় পার্টির যারা সংসদ সদস্য তাদের প্রায় সবাইকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। তবে পিরোজপুর-৩ আসনে রুস্তম আলী ফরাজীকে দল মনোনয়ন দেয়নি। এছাড়া মশিউর রহমান রাঙ্গকে দল থেকে বহিষ্কার করায় তাকেও মনোনয়ন দেওয়া হয়নি।

জাতীয় পার্টির প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন-

লাঙ্গল প্রতীকের প্রার্থী যারা

পঞ্চগড়-১ আবু বক্কর সিদ্দিক/আব্দুর রহিম

পঞ্চগড়-২ লুৎফর রহমান বিশ্বাস

ঠাকুরগাঁও-১ রেজাউল রাজিব স্বপন চৌধুরী

ঠাকুরগাঁও-২ নুরুন নাহার বেগম

ঠাকুরগাঁও-৩ হাবিউদ্দিন আহমদ

দিনাজপুর-১ মো. শাহিনুর ইসলাম

দিনাজপুর-২ অ্যাড. জুলফিকার হাসান/মাহাবুবুর রহমান

দিনাজপুর-৩ আহমেদ শফি রুবেল

দিনাজপুর-৪ মোনাজাত চৌধুরী

দিনাজপুর-৫ অ্যাড. নুরুল ইসলাম

দিনাজপুর-৬ মো. ফিরোজ সুলতান আলম

নীলফামারী-১ কর্নেল তসলীম

নীলফামারী-২ মোহাম্মদ শাহজাহান আলী চৌধুরী

নীলফামারী-৩ মেজর (অব.) রানা সোহেল

নীলফামারী-৪ আহসান আদিলুর রহমান

লালমনিরহাট-১ হাবিবুল হক বসু মিয়া

লালমনিরহাট-২ মো. দেলওয়ার হোসেন

লালমনিরহাট-৩ জাহিদ হাসান।

ঢাকা-১ অ্যাকভোকেট সালমা ইসলাম

ঢাকা-২ শাকিল আহমেদ

ঢাকা-৩ মনির সরকার

ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা

ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ

ঝালকাঠি-১ মো. রেজাউল হক

মুন্সীগঞ্জ-২ মো. জয়নাল আবেদীন

বরিশাল-১ সেরনিয়াবাত সেকেন্দার আলী

বরিশাল-২ রঞ্জিত কুমার বাড়ৈ

বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু

বরিশাল-৪ মো. মিজানুর রহমান

বরিশাল-৫ ইকবাল হোসেন তাপস

বরিশাল-৬ নাসরীন জাহান রত্না

ঝালকাঠি-১ মো. এজাজুল হক

ঝালকাঠি-২ মো. আনোয়ার হোসেন হাওলাদার

পিরোজপুর-১ মো. নজরুল ইসলাম

পিরোজপুর-২ খলিলুর রহমান খলিল

পিরোজপুর-৩ মারশেকুল আজম রবি

টাঙ্গাইল-১ মো. আলী

টাঙ্গাইল-২ মো. হুমায়ুন কবীর তালুকদার

টাঙ্গাইল-৩ মো. আব্দুল হালিম

টাঙ্গাইল-৪ মো. লিয়াকত আলী

টাঙ্গাইল-৫ মো. মোজাম্মেল হক

টাঙ্গাইল-৬ মো. আবুল কাসেম

টাঙ্গাইল-৭ জহিরুল ইসলাম জহির

টাঙ্গাইল-৮ মো. রেজাউল করিম

কুষ্টিয়া-১ শাহরিয়ার জামিল জুয়েল

কুষ্টিয়া-২ শহীদুল ইসলাম ফারুকী

কুষ্টিয়া-৩ নাফিজ আহমেদ খান টিটু

কুষ্টিয়া-৪ মোঃ আয়ান উদ্দিন

চুয়াডাঙ্গা -১ এড্যা. সোহরাব হোসেন

চুয়াডাঙ্গা-২ মোঃ রবিউল ইসলাম

ঝিনাইদহ-১ মনিকা আলম

ঝিনাইদহ-২ মেজর (অব.) মাহফুজুর রহমান

ঝিনাইদহ-৩ মোঃ আব্দুর রহমান

ঝিনাইদহ-৪ এমদাদুল ইসলাম বাচ্চু

যশোর-১ মোঃ আ৩ারুজ্জামান

যশোর-২ ফিরোজ শাহ

যশোর-৩ মোঃ মাহবুব আলম

যশোর-৪ মোঃ জহুরুল হক

যশোর-৫ এম এ হালিম

যশোর-৬ জি এম হাসান

মা ̧রা-১ মোঃ সিরাজুস সায়েফিন সাঈফ

মা ̧রা-২ মোঃ মুরাদ আলী

নড়াইল-১ মিল্টন মোল্লা

নড়াইল-২ এ্যাড খন্দকার ফায়েকু৩⁄৪ামান ফিরোজ

বাগেরহাট-১ মোঃ কামরু৩⁄৪ামান

বাগেরহাট-২ হাজারা শহীদুল ইসলাম

বাগেরহাট-৩ মোঃ মনিরুজ্জামান মনি

বাগেরহাট-৪ সাজন কুমার স্ত্রী

খুলনা-১ কাজী হাসানুর রশিদ

খুলনা-২ গাউসুল আজম

খুলনা-৩ আব্দুল্লাহ আল মামুন

খুলনা-৪ মোঃ ফরহাদ আহমেদ

খুলনা-৫ মোঃ শহীদ আলম

খুলনা-৬ মোঃ শফিকুল ইসলাম মধু

সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখত

সাতক্ষীরা-২ মোঃ আশরাফু৩⁄৪ামান আশু

সাতক্ষীরা-৩ এড. মোঃ আলিফ হোসেন

সাতক্ষীরা-৪ মোঃ মাহবুবুর রহমান

্রিন্ট

আরও সংবদ