খুলনা | শুক্রবার | ১৭ জানুয়ারী ২০২৫ | ৪ মাঘ ১৪৩১

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

|
১২:২৩ এ.এম | ২৮ নভেম্বর ২০২৩

গত রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসেবে এবার পাশের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। মহামারি শুরুর পর এবারই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা; কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে ৭৫ নম্বরের পরীক্ষা হয়েছে। এবারও পাশের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। উলে­খ্য, কয়েক বছর ধরেই পাশের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। এ বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাশের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ। ২০২২ সালে পাশের হার ছিল ৯২ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসেবে আলিম পাশে হার প্রায় এক দশমিক ৮১ শতাংশ কমেছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থী পরীক্ষায় সাফল্যের পরিচয় দিতে সক্ষম হয়েছেন, তাদের আমরা অভিনন্দন জানাই। এ বছর উলে­খযোগ্যসংখ্যক প্রতিষ্ঠানের কেউ পাশ করেননি। কেন এমনটি হচ্ছে, তা খতিয়ে দেখে এমন পদক্ষেপ নিতে হবে, যাতে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় কাক্সিক্ষত সাফল্যের পরিচয় দিতে সক্ষম হন। প্রতিবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর দেশে মানসম্মত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সংকটের বিষয়টি আলোচনায় আসে। এ সংকট নিরসনে জোরালো পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি আন্তর্জাতিক মানদন্ডে পিছিয়ে থাকে, তাহলে এসব প্রতিষ্ঠানে যে মানের জনশক্তি তৈরি হবে, তা দিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে। দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে আন্তর্জাতিক মানদন্ডেও এগিয়ে থাকতে পারে, সেজন্য পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগকৃত অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের জীবনে উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষার ফল বিশেষ গুরুত্বপূর্ণ। এ স্তর অতিক্রম করেই তারা উচ্চশিক্ষার বৃহত্তর জগতে প্রবেশের সুযোগ পান। সা¤প্রতিক সময়ে বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার ফলাফলে বহু শিক্ষার্থীর অর্জিত জ্ঞানের যে চিত্র ফুটে উঠেছে, তাতে বোঝা যায়, বিদ্যমান শিক্ষাব্যবস্থায় নানা ত্র“টি রয়েছে। এ ত্র“টিগুলো চিহ্নিত করে এ পরিস্থিতি থেকে উত্তরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। কর্মমুখী শিক্ষার বিস্তারেও সরকারকে নিতে হবে জোরালো পদক্ষেপ। আগামী দিনের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলায় শিক্ষার মান কাক্সিক্ষত মাত্রায় বাড়ানোর পদক্ষেপ নিতে হবে।

্রিন্ট

আরও সংবদ