খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

খবর প্রতিবেদন |
১২:৫৪ পি.এম | ৩০ নভেম্বর ২০২৩


কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ আলম (২৪) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবক উখিয়ার ওই ক্যাম্পের মুছার ছেলে।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টার দিকে উখিয়া ক্যাম্প-৪-এর ই ব্লকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন।

ওসি বলেন, ভোরে ওই ক্যাম্পে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী সৈয়দ আলমের ঘরে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ঘটনাস্থলে টহল বাড়ানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ