খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

যশোর-৩ আসনে আ’লীগ সমর্থিত প্রার্থী কাজী নাবিলের মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৫৯ এ.এম | ০১ ডিসেম্বর ২০২৩


যশোর-৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন আ’লীগ সমর্থিত প্রার্থী ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে এ মনোনয়ন দাখিল করেন। এসময় যশোর জেলা পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা মোস্তফা ফরিদ চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তৃতীয়বারের মত আ’লীগের মনোনয়ন পেয়েছেন। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি বুধবার মনোনয়নপত্র ক্রয় করেন। বৃহস্পতিবার সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিছিল সহকারে যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি দেন কাজী নাবিল আহমেদ। এরপর দুপুর সাড়ে ১১টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে মনোনয়ন জমা দেন। জমাদান শেষে তিনি মিছিল নিয়ে গরীব শাহ মাজারে গিয়ে দোয়া করেন।
কাজী নাবিল আহমেদ বলেন, আমি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তৃতীয়বারে মত যশোর-৩ আসনে মনোনয়ন দিয়েছেন মানুষের সেবা করার জন্য। ইনশাআল­াহ আমি জনগণের ভোটে জয়লাভ করে জনগণের জন্য কাজ করবো।

্রিন্ট

আরও সংবদ