খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি |
০১:০৩ এ.এম | ০১ ডিসেম্বর ২০২৩


গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ মোল­া (৪৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। 
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ একই উপজেলার আব্দুল জলিল মোল­ার ছেলে। তিনি একই উপজেলার ঘোনাপাড়ায় একটি ওষুধ কোম্পানিতে মেকানিক্যাল ফোরম্যান পদে চাকুরি করতেন।  
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অফিস থেকে মোটরসাইকেল যোগে তিনি বাড়ি ফিরছিলেন আব্দুস সামাদ। পথে লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ওঠার পর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা গুরুতর আহত হওয়া আরোহীকে গোপালগঞ্জ ২৫০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ