খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

ফুলতলায় স্কুল ছাত্রী অপহৃত, গ্রেফতার ২

ফুলতলা প্রতিনিধি |
০১:০৪ এ.এম | ০১ ডিসেম্বর ২০২৩


ফুলতলার পায়গ্রাম কসবা গ্রামের শেখ জহুরুল ইসলামের ৮ম শ্রেণিতে পড়–য়া কিশোরী কন্যা (১৪) অপহরণের দুই দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজহারভুক্ত আসামি সৈয়দ শরিফুল ইসলামের পুত্র সৈয়দ ইয়াছিন (১৮) এবং একই গ্রামের খন্দকার তরিকুল ইসলামের পুত্র কৌশিক আহমেদ (২১) কে গ্রেফতার করে। পুলিশ জানায়, গত বুধবার পায়গ্রামকসবা মাধ্যমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরী অপহৃত হয়। এ ব্যাপারে কিশোরীর পিতা শেখ জহুরুল ইসলাম বাদি হয়ে ৪ ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজহারভ‚ক্ত ২ আসামিকে গ্রেফতার করলেও ভিকটিম উদ্ধার হয়নি।   

্রিন্ট

আরও সংবদ