খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

যশোরে ১৬ স্বতন্ত্র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৪৫ এ.এম | ০১ ডিসেম্বর ২০২৩


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। সকাল থেকে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও যশোরের ছয়টি আসনের স্ব-স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১৬ জন। 
মনোনয়ন পত্র জমা দিয়েছেন, যশোর-১ (শার্শা) আসন থেকে আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম, সোহরাব হোসেন, নাজমুল হাসান এবং জাকের পার্টির সবুর খান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান।  
যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসন থেকে আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম ও এসএম হাবিবুর রহমান এবং জাকের পার্টির সাফরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল।
যশোর-৩ (সদর) আসন থেকে আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আ’লীগের সভাপতি মোহিত কুমার নাথ, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, বাংলাদেশ খেলাফত আন্দলোনের মোহাম্মদ তৌহিদুজ্জামান, জাকের পার্টির মাহবুব আলম, তৃণমূল বিএনপি’র কামরুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান, ন্যাশনাল পিপলস এর এড. সুমন কুমার রায়।
যশোর-৪ ( বাঘারপাড়া ও অভয়নগর) আসন থেকে আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি এনামুল হক বাবুল, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, সন্তোষ কুমার অধিকারী, তৃণমূল বিএনপি’র অবঃ লেঃ কঃ এম সাব্বির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল, ইসলামি ঐক্যজোটের মোহাম্মদ ইউনুস আলী, জাকের পার্টির লিটন মোল­া ও জাতীয় পার্টির জহুরুল হক।
যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী, কামরুল হাসান বারী, হুমায়ুন সুলতান ও আমজাদ হোসেন লাভলু, তৃণমূল বিএনপি’র আবু নসর মোহাম্মদ মোস্তফা, ইসলামি ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল­াহ আব্বাসী, জাকের পার্টির হাবিবুর রহমান এবং জাতীয় পার্টির এমএ হালিম।
যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদার, স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ ইসলাম, আজিজুল ইসলাম, এইচএম আমির হোসেন, জাতীয় পার্টির জিএম হাসান, জাকের পার্টির সাইদুজ্জামান।
যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী আজ মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও স্ব- স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আমরা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র গ্রহণ করেছি।  
 

্রিন্ট

আরও সংবদ