খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

পাটকেলঘাটায় সবজির বাজারে স্বস্তি ফিরলেও আলু পিয়াজে অস্বস্তি

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:০৯ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৩


পাটকেলঘাটার বিভিন্ন বাজারে শীতকালীন মৌসুমী সব ধরনের কাঁচা সবজি আমদানীর কারণে দাম কমতে শুরু করেছে। বাজার ঘুরে দেখা গেছে, গত ২০ দিন আগে যে বেগুনের দাম ছিল প্রতিকেজি ৬০টাকা। কয়েক দিনের ব্যবধানে তা ২৫ টাকায় বিক্রি হচ্ছে। আগে সিম প্রতি কেজি ৮০ টাকা বিক্রি হলেও এখন তা কেজি প্রতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল, কাঁচাঝাল, ওলকপি, বরবটি, ফুলকপি, কলা, পাতাকপি, লাউসহ অন্যান্য সবজির দাম কয়েক দিন আগের তুলনায় অর্ধেকেরও কমে বিক্রি হচ্ছে। শীতকালীন সবজীর দাম কমায় সাধারণ ক্রেতাদের চোখে মুখে স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে। 
পাটকেলঘাটা কাঁচা বাজারে সবজি কিনতে আসা ফিরোজ সরদার বলেন, কাঁচা সবজির বাজার নাগালের মধ্যে রয়েছে। তবে ক্রেতার মনে অস্বস্তি বাজারে আলু পিঁয়াজ রসুনসহ কিছু পণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ব্যবসায়ী আবু সাইদের কাছে আলু, পিঁয়াজ, রসুন, শুকনো ঝালের দামের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমরা সব রকমের পণ্য যেমন কিনি তেমন বিক্রি করি, অল্প কিছু কেজিতে লাভ করে থাকি। কিন্তু বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্য গুদামজাত করে মার্কেটে দাম বাড়িয়ে দিচ্ছে। আলু, পিঁয়াজ, রসুনসহ মসলার দাম বেশি হওয়ায় আমাদের বেচা বিক্রিও ভালো হচ্ছে না। সে কারণে ক্রেতারা বাজারে এসে এক কেজি না কিনে আড়াইশো গ্রাম, ৫০০ গ্রাম করে কিনে নিয়ে যাচ্ছে। বর্তমান আমাদের ব্যাবসা ভালো যাচ্ছে না। সামছুদ্দীন সরদার নামের একজন ক্রেতা বলেন আমরা চাই সরকারের মনিটারিং সংস্থাগুলো নিত্য পণ্যের বাজার তদারকি করে গরীব অসহায় মানুষের জন্য পণ্যগুলোর দাম সহনীয় পর্যায়ে রাখবে। তাহলে পরিবার পরিজন নিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে।
 

্রিন্ট

আরও সংবদ