খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ইউরোপার ম্যাচে পুলিশকে লক্ষ্য করে সমর্থকদের মিসাইল, আটক ৩৯

ক্রীড়া প্রতিবেদক |
১১:৪২ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৩


পোল্যান্ডের লেগিয়া ওয়ারশ ক্লাবের সমর্থকদের ব্যাপারে আগে থেকে সতর্কতা অবলম্বন করেও পার পেল না ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ। উল্টো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই পড়েছিল পুলিশ। অ্যাস্টন ভিলা-লেগিয়া ওয়ারশ ম্যাচ শুরুর আগে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন ওয়ারশ সমর্থকেরা। 
সংঘাতের সময় ওয়ারশ সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ফ্লেয়ার্স ও মিসাইল ছুড়ে মারলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় চার পুলিশ আহত হয়েছেন। আর ঘটনার জেরে ৩৯ জনকে আটক করেছে পুলিশ। গত অক্টোবরে নেদারল্যান্ডসের আলকামারের বিপক্ষে খেলতে গিয়ে এমনই সংঘাত করেছিলেন ওয়ারশ সমর্থকেরা। 
সেই ঘটনা থেকেই সতর্কতার পথ বেছে নিয়ে প্রতিপক্ষের সমর্থকদের প্রবেশাধিকার কমিয়ে এক হাজারে নামিয়ে এনেছিল অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ। কিন্তু ম্যাচ শুরুর আগে ভিলা পার্কের বাইরে প্রায় ২ হাজার ওয়ারশ সমর্থক জড়ো হন। এতে করে পুলিশ ব্যারিয়ার দিলে দুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। 
সংঘাতের বিষয়ে এক বিবৃতিতে চিফ ইন্সপেক্টর টিম রবিনসন বলেছেন, ‘ফুটবলের জন্য দারুণ উপভোগ্য এক সন্ধ্যা হওয়ার কথা ছিল, যেখানে দুই পক্ষের সমর্থকেরা ম্যাচটি উপভোগ করতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অপ্রীতিকর দৃশ্য দেখতে হয়েছে। বাইরে থেকে আসা সমর্থকেরা আমাদের কর্মকর্তাদের লক্ষ্যে কে ফ্লেয়ার্সসহ অন্যান্য মিসাইল ছুড়েছে। তখন স্টেডিয়ামের প্রবেশপথ বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না।
মাঠের বাইরে সংঘাত ঘটলেও যথাসময়েই ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচ শুরু হয়। তবে এ ঘটনার পর ওয়ারশ সমর্থকদের খেলা দেখতে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। আর ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। দলের হয়ে গোল দু’টি করেছেন মুসা দিয়াবি এবং অ্যালেক্স মোরেনো। ওয়ারশের হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন আর্নেস্ট মুচি। 
এই জয়ে শেষ ষোলো নিশ্চিত হয়েছে ভিলার। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউটে জায়গা পেয়েছে তারা। অন্যদিকে হারলেও ওয়ারশের সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। সমান ম্যাচে গ্র“প ‘ই’তে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে তারা। 

্রিন্ট

আরও সংবদ