খুলনা | বৃহস্পতিবার | ১০ অক্টোবর ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১

খুলনায় নিচার’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি |
১২:০৬ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৩


খুলনায় নানা আয়োজনে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে নগরীর নিরালার মোড়ে গাড়ির চালক, যাত্রী, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নিসচা’র খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই’র (নিসচা) মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, জেলার সাধারণ সম্পাদক গাজী অহিদুজ্জামান খোকন, মোঃ আসলাম হোসেন, মোঃ শামীম হোসেন, আবু মুছা, ইদ্রীস আলী মামুন, মোঃ ফিরোজ আলী, মোঃ নাসিফ ইকবাল, সাবিহা ইয়াসমিন সেতু, মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।
সমাবেশে সভায় বক্তারা বলেন, দেশব্যাপী ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রয়োজনে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে একটি সংগঠন। নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠার এই ৩০ বছরের মধ্যে জনকল্যাণমুখী সংগঠন হিসাবে তার ব্যাপক কর্মতৎপরতায় দেশের সীমানা ছাড়িয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়েও পেয়ে গেছে যথেষ্ট পরিচিতি। নিরাপদ সড়ক চাই (নিসচা) এখন একটি সফল সামাজিক আন্দোলনের নাম।
তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার করা যাবে না। গাড়ি চালানোর সময় চালকদের অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে যাত্রীরাও সচেতন হয়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহ প্রবণতা রুখে দিতে পারেন।

্রিন্ট

আরও সংবদ