খুলনা | শুক্রবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ | ১ ফাল্গুন ১৪৩১

যশোরে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২২ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৩


যশোরে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাফর মন্ডল (৭০) নামে এক বৃদ্ধাকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আটক জাফর সদরের ডহেরপাড়া গ্রামের মৃত মুনসুর মন্ডলের ছেলে। একই গ্রামের আসাদুর রহমানের স্ত্রী রুপালি বেগম শুক্রবার মামলা করেন।
মামলায় বলা হয়েছে, রূপালি বেগম পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। তার ৪ বছরের শিশু কন্যা পাশের জনৈক হাসানের বাড়ি খেলা করা জন্য যায়। শিশু কন্যা খেলা করতে গেলে হাসানের টিনসেড পাকা রুমের মধ্যে ডেকে নিয়ে শিশু কন্যার স্পর্শকাতর স্থানে হাত দেয়। আসামি জাফর শিশু কন্যাকে খাটের উপর নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করতে গেলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে কৌশলে জাফর পালিয়ে যায়। এ ঘটনায় রুপালি বেগম শুক্রবার কোতোয়ালি থানায় মামলা করলে পুলিশ ওই দিন দুপুরে ডহেরপাড়া গ্রাম থেকে জাফরকে আটক করে।

্রিন্ট

আরও সংবদ