খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

কৃষক লীগের বর্ধিত সভায় সুজিত অধিকারী

ত্যাগী নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে পাঠাতে হবে

খবর বিজ্ঞপ্তি |
১২:২৩ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৩


খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে কাজ করতে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের নির্বাচন পরিচালনা কমিটিতে রাখতে হবে। ত্যাগী নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে পাঠাতে হবে। 
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেল ৪টায় খুলনা জেলা কৃষক লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য কৃষক লীগের প্রত্যেকটি নেতা-কর্মীকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করেই আমাদের ঘরে ফিরতে হবে। 
খুলনা জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, রূপসা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, ডুমুরিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি অরিন্দম মলি­ক, বটিয়াঘাটা উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার, কয়রা উপজেলা কৃষক লীগের আহবায়ক শাহিনুর রহমান শাহীন, পাইকগাছা উপজেলা কৃষক লীগের আহবায়ক এড. শেখ আব্দুর রশিদ, দাকোপ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ গোলাম হোসেন, ডুমুরিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাবুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য আব্দুল মান্নান খান মনা, নাজমুল তারেক তুষার, শাহনিয়াজ মাগদুম, তেরখাদা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ ইলিয়াছ হোসেন, বটিয়াঘাটা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, রূপসা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান আরমান মিয়া, ফুলতলা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ তুরান, কয়রা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শাহিনুল আলম, দিঘলিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা খালেদা খাতুন ফেন্সী, ত্রিনাথ বৈদ্য, নিভা রানী বিশ^াস, মাহমুদুল হাসান শামীম, মোল­া আজিজুর রহমান, মাহবুবুর রহমান, মোঃ জিয়াউদ্দিন, সোলায়মান ফরাজী, ফারুক মলি­ক, রহমত আলী, সিরাজুল ইসলাম মোঃ খায়রুল আলম, গোবিন্দ বিশ^াস, লাভলু ফকির, জাকায়িরা হোসেন, হযরত আলী, মোঃ হায়দার আলী, মোঃ হাসিব কাজী প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ