খুলনা | রবিবার | ১৮ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

দৌলতপুর থানা আ’লীগের বর্ধিত সভায় এস এম কামাল

নির্বাচিত হলে এলাকার খাদেম হয়ে চাঁদাবাজ আর মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ

খবর বিজ্ঞপ্তি |
০১:১৫ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৩


বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি। শেখ হাসিনা আমাকে এখানে পাঠিয়েছেন মানুষের পাশে থেকে কাজ করার জন্য। আমি সারাদেশে রাজনীতি করি। তিনি বলেন, আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণের জন্য। আমি নির্বাচিত হলে এলাকার খাদেম হয়ে আপনাদের পাশে থেকে চাঁদাবাজ আর মাদকমুক্ত করবো ইনশাআল­াহ। আমার কোন সন্তান বা আত্মীয় স্বজন এখানে তদবির করতে আসবে না। নির্বাচনের ৬ মাসের মধ্যেই এর বাস্তবায়ন আপনারা দেখতে পাবেন। আমার কোন ব্যক্তিগত সুযোগ সুবিধা থাকবে না। সরকারি কোন সুযোগ সুবিধা আসলে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেকের মাধ্যমে বিতরণ করা হবে।
৭ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে দৌলতপুর থানা আ’লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  
গতকাল শুক্রবার বিকেল ৪টায় মতিয়ার রহমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভা দৌলতপুর থানা আ’লীগ সভাপতি শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ আলম খাজা, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মাহবুবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আ’লীগ নেতা কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর মিনা শাহাদাত হোসেন, আব্দুর রউফ মোড়ল, মোঃ মাকসুদ হাসান পিকু, হারুনুর রশীদ হাওলাদার, কাউন্সিলর গোলাম রব্বানি টিপু, জাফর ইকবাল মিলন, জেসমিন সুলতানা শম্পা, কাউন্সিলর মনিরা আক্তার, মিতা বাগচী, মাহফুজা শাহাবুদ্দিন, বাচ্চু মোড়ল, মোস্তাফিজুর রহমান কামাল,  রাকিব মোড়ল, অনি।
এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শেখ মোঃ ফারুক আহমদ, মনিরুল ইসলাম বাশার, সুজিত কুমার ভট্টাচার্য ল²ণ, শেখ আব্দুল হক, আসিফুর রশীদ, মফিজুর রহমান হিরু, শেখ অহিদুজ্জামান, শেখ আবু জাফর, কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মমতাজ বেগম, এড. সাহারা ইরানি পিয়া, ফারহানা পারভেজ নিপু, বিউটি ইসলাম, রানা পারভেজ সোহেল, শেখ জিহাদ, রিপন হাওলাদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ