খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ঐতিহাসিক জয়ে ভারতকে টপকে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫৬ পি.এম | ০২ ডিসেম্বর ২০২৩


সিলেটে শনিবার শেষ হওয়া টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে টাইগারদের এটা প্রথম টেস্ট জয়। 
ঐতিহাসিক এই জয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে টপকে দ্বিতীয় পজিশনে উঠে গেল বাংলাদেশ। 
পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান। দ্বিতীয় পজিশনে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করা ৯ দলের মধ্যে দুইবারের ফাইনালিস্ট ভারত আছে তৃতীয় পজিশনে। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চতুর্থ এবং ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম স্থানে অবস্থান করছে। 
এর পরেই আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান তৃতীয় চক্রে এখনও কোনো ম্যাচ খেলেনি প্রোটিয়ারা। 

্রিন্ট

আরও সংবদ