খুলনা | বৃহস্পতিবার | ১০ অক্টোবর ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১

বাগেরহাটের ৪টি আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ২৪

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৪:৫১ পি.এম | ০৪ ডিসেম্বর ২০২৩


বাগেরহাটের ৪টি আসনে ৩০ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছে যাচাই-বাছাই কমিটি। ঋণ খেলাপির দায়ে দলীয় তিনজনের এবং সমর্থনকারিদের স্বাক্ষরের মিল না থাকায় স্বতন্ত্র ৩প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার (০৪ ডিসেম্বর) জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে বাছাই শেষে ওই ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বাগেরহাট-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী রবিউল, বাগেরহাট-২ আসনে তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা এবং জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলামের মনোনয়ন পত্র ঋণ খেলাপির দায়ে বাতিল করা হয়েছে। এছাড়া সমর্থকদের স্বাক্ষর মিল না থাকায় স্বতন্ত্র প্রার্থী বাগেরহাট-২ আসনের শেখ নিজাম উদ্দিন, বাগেরহাট-২ আসনের  মো. জামিল হোসেন ও ২ আসনে এস এম আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।

বাগেরহাট জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন,বাগেরহাট ৪টি আসনে ৩০ জন প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপি ও সমর্থকদের স্বাক্ষর মিল না থাকায় ৬জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যার ফলে ৪টি আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ২৪ জন। বাতিল হওয়া  প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবে বলে জানান জেলা রিটানিং কর্মকর্তা।

বৈধ প্রার্থীরা হলেন, বাগেরহাট-১ আসনে ৭জন বৈধ প্রার্থী রয়েছেন। এরা হলেন,  আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন এমপি, জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামান, জাকের পার্টির শেখ গোলাম ফারুক চান, তৃনমূল বিএনপির মাহফুজুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর মোঃ মঞ্জুর হোসেন শিকদার, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ, বাংলাদেশ কংগ্রেস-এর আতাউর রহমান আতিকী।

বাগেরহাট-২ আসনে ৩জন বৈধ প্রার্থী রয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগের শেখ তন্ময় এমপি, জাকের পার্টির খান আরিফুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর সোলায়মান শিকদার।

বাগেরহাট-৩ আসনে ৭ জন বৈধ প্রার্থী রয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, জাতীয় পার্টির মোঃ মনিরুজ্জামান মনি, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএমম)-এর সুব্রত মন্ডল, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী, তৃনমূল বিএনপির মিঃ ম্যানুয়েল সরকার, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার।

বাগেরহাট-৪ আসনে ৭ জন বৈধ প্রার্থী রয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি, জাকের পার্টির বাদল রেজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহাম্মদ লোকমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর রেজাউল ইসলাম রাজু, তৃনমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা।

্রিন্ট

আরও সংবদ