খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

নগরীতে আদালতে মামলা বিচারাধীন দোকানঘর দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৩ এ.এম | ০৫ ডিসেম্বর ২০২৩


আদালতে মামলায় বিচারাধীন নগরীতে দোকান ঘর জবর দখলের অভিযোগ উঠেছে। খুলনা রেলওয়ে হাসপাতাল সংলগ্ন দরবেশ চেম্বারে দোকান মালিক নূর আলম ভূঁইয়ার দোকান ঘরে ঘটনাটি ঘটে। দোকানঘরটি নিয়ে আদালতে মামলা দায়ের করা হলেও গত বৃহস্পতিবার দোকান ঘরটিতে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নূর আলম ভূঁইয়া।
সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে দোকানের পজিশন বিক্রেতার শরিকদের সাথে বর্তমান মালিক নূর আলমের বিরোধ চলছিল। বর্তমান মালিক নূর ২০২১ সালের  ২৩ মে প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে দোকানটির পজিশন ক্রয় করেন। দোকানটির বিক্রেতা রাবেয়া চৌধুরীর পৈতৃক সূত্রেপ্রাপ্ত হয়ে নূরের নিকট বিক্রি করেন। একপর্যায়ে দোকানটির উপর পরিবারের অপর দুই সদস্যদের কুনজর পড়ে। জোরপূর্বক দখলের চেষ্টা চালায় তারা। একপর্যায়ে দুইপক্ষের রোষানলের স্বীকার হন বর্তমান মালিক নূর। ক্ষণেক্ষণে হুমকি ও মারপিটের কারণে জীবন শঙ্কায় পড়েন তিনি। সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হন। নির্বাহী ম্যাজিস্ট্রেট (ক অঞ্চল) আদালতে ১০৭ /১১৭ ধারায় মামলা দায়ের করেন (নম্বর ৪৪৬/২৩)। 
মামলায় উলে­খ করা হয়, মোঃ আলী নূর চৌধুরী রেলওয়ে থেকে প্রাপ্ত জমি ২০১৩ সালের ১ নভেম্বরে ছোট মেয়ে রাবেয়া চৌধুরীকে হস্তান্তর করেন। পরবর্তীতে নূর আলম ভূঁইয়া নামের এক ব্যবসায়ীর নিকট ভাড়া দেন রাবেয়া। ভাড়া থাকাকালীন সময়ে ২০২১ সালের ২৩ মে পজিশন কিনে নেন নূর আলম। এছাড়াও উলে­খ করা হয় গত ৭ নভেম্বর ১১টায় নয়ন চৌধুরী ও সেলিম চৌধুরী এসে দোকান দখলে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে মারপিট ও হত্যার হুমকি দেয়। একপর্যায়ে ভয়ে দোকান ছেড়ে পালিয়ে যান মালিক নূর আলম। পরবর্তীতে ২৭ নভেম্বর দোকানঘরটি নিয়ে সিনিয়র সহকারী জজ (সদর) আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করা হয় (নম্বর- ১৫৯/২৩)।
তবে, আদালতে মামলা চলমান অবস্থায় দরবেশ চেম্বার মার্কেট কমিটির নিকট অভিযোগ করে নয়ন চৌধুরী ও তার ভাই সেলিম চৌধুরী। অভিযোগের ভিত্তিতে ৩০ নভেম্বর দুইপক্ষের উপস্থিতিতে আলোচনায় বসেন বাজার কমিটি। দোকানটি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় বাজার কমিটি কোনো সিদ্ধান্ত প্রদান করতে পারেনি। 
তবে আলোচনা শেষে নয়ন ও সেলিম ক্ষুব্ধ হয়ে ভয়ভীতি দেখায় দোকানে জোরপূর্বক তালা মেরে দেয়।
দোকান মালিক নূর আলম বলেন, এই দোকানটি নিয়ে দীর্ঘ দিন সমস্যা পোহাচ্ছি। আদালতে মামলা চলমান থাকতেও দোকানটিতে তালা মেরে দেয়া হয়েছে।

্রিন্ট

আরও সংবদ