খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

বাগেরহাটে বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে শেখ তন্ময়ের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:২৩ এ.এম | ২০ ডিসেম্বর ২০২৩


বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময়ের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের রেলরোড চত্বর থেকে শেখ তন্ময়ের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেলরোড চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। 
এর আগে রেলরোড চত্বরে বিজয় সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময়। এ সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সহ-সভাপতি এড. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক এড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম-সম্পাদক খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করে যাচ্ছে। কোনো ভাবেই তাদের কোন অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সুসংগঠিত। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তারা মাঠে রয়েছে। গণজোয়ারের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। বিজয় শোভাযাত্রা ও সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পরে সন্ধ্যায় কচুয়া উপজেলায় বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শেখ তন্ময়। এদিকে জেলার অন্য তিনটি আসনেও আওয়ামী লীগের প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচার-প্রচারণা করেছেন।  
 

্রিন্ট

আরও সংবদ