খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

খুলনা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৮ এ.এম | ০৯ ফেব্রুয়ারী ২০২৪


খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা সৃজনশীলতা বিকাশে সহায়তা করে এবং তাদের মনে সমাজ ও দেশের প্রতি ভালবাসা জাগিয়ে তুলে। একজন কৃতী খেলোয়াড় পরিবার ও দেশের জন্য সম্মান ও মর্যাদা বয়ে আনতে পারে মন্তব্য করে তিনি বলেন, যে কোন ক্রীড়াচর্চা শারীরিক ব্যায়ামের পাশাপাশি মানুষের মধ্যে একতা, বন্ধুত্ব, প্রতিযোগিতামূলক মনোভাব ও মানসিক শক্তি তৈরিতে সহায়তা করে। এজন্য সরকার দেশের ক্রীড়াঙ্গণের প্রতি বাড়তি মনোযোগ দিয়েছে বলে তিনি উলে­খ করেন। সিটি মেয়র বৃহস্পতিবার বিকেলে খুলনা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দুলালী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের উপ-পরিচালক এসকে মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক মোঃ এনামুল হক ও জেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা নাজ। স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।