খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

ফের বলিউডে আতিফ আসলাম, ক্ষুব্ধ নবনির্মাণ সেনা

খবর বিনোদন |
০৫:৩৩ পি.এম | ১০ ফেব্রুয়ারী ২০২৪


দীর্ঘদিন পর বলিউডে কাজ করতে চলেছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। ‘লাভ স্টোরি অফ নাইনটিস’ ছবির জন্য এরইমধ্যে গান রেকর্ড করেছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছে রাজ ঠাকরের দল নবনির্মাণ সেনা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের জন্য কেন লাল গালিচা বিছিয়ে দিলেন বলিউড প্রযোজকরা? প্রশ্ন তোলা হয়েছে রাজ ঠাকরের দলের তরফে। নবনির্মাণ সেনার সিনেমা বিভাগের প্রেসিডেন্ট অমিয়া খোপকারের মন্তব্য, “যে বা যারা পাকিস্তানি শিল্পীদের দিয়ে কাজ করানোর জন্য উৎফুল্ল হয়ে উঠেছেন, তাদের একেবারে নিজের জায়গা দেখিয়ে দেব। ভারতে পাক শিল্পীদের কিছুতেই বরদাস্ত করব না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবারও একই কথা বলতে হচ্ছে সকলকে অতীত ঘটনা স্মরণ করানোর জন্য।”

অমিয়ার মন্তব্য, “এটাই নবনির্মাণ সেনার মতামত। শুধু বলিউড নয়, দেশের অন্য কোনও ভাষার সিনেইন্ডাস্ট্রি পাকিস্তানি কোনও শিল্পীকে দিয়ে কাজ করিয়ে দেখুক! আমার এই চ্যালেঞ্জ নেওয়ার দুঃসাহস যেন কেউ না করেন। এমন হুমকিও দিয়েছেন তিনি।”