খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

আহত ১, দুইজন গ্রেফতার

পাইকগাছায় জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

পাইকগাছা প্রতিনিধি |
০৪:৪৮ পি.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৪


পাইকগাছায় জায়গা জমি নিয়ে বিরোধে মারামারিতে লাঠির আঘাতে কুশিলাল মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করেছে।
মামলার বাদী কৃষ্ণ মন্ডল জানান, কিছুদিন আগে আমার পিতা আমাদের জমির সীমানায় নেট দিয়ে বেড়া দেয়। প্রতিবেশি ভাই গোবিন্দ মন্ডল (৫৫) ও তার পিতা রনজিৎ মন্ডল (৭৫) সোমবার রাতে ঘেরা বেড়া উঠিয়ে দেয়। এ বিষয় জানতে চাইলে পরিকল্পিতভাবে গোবিন্দ মন্ডল ও তার পিতা রনজিৎ মন্ডল লাঠি দিয়ে তেড়ে এসে আমার পিতার মাথায় ও ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আমি ঠেকাতে গেলে আমাকেও মারপিট করে আহত করে। আমার পিতা ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট শেষে মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রধান আসামি গোবিন্দ মন্ডল ও তার পিতা রনজিৎ মন্ডলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।