খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

কমেছে মৃত্যু, শনাক্তের হার ১১ শতাংশ

খুলনার হাসপাতালগুলোতে ৮০ শতাংশ শয্যা খালি, টানা ৩ দিন সদরে রোগী শূন্য

মোহাম্মদ মিলন |
১২:৪৫ এ.এম | ০১ সেপ্টেম্বর ২০২১

খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। কমেছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ফলে হাসপাতালগুলোতে নেই আগের মতো রোগীর চাপ। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় খুলনার পাঁচ হাসপাতালে রোগী ভর্তি ধারণ ক্ষমতার ২০ দশমিক ৫৩ শতাংশ। ফলে হাসপাতালগুলোতে খালি রয়েছে প্রায় ৮০ শতাংশ শয্যা। এর মধ্যে টানা তিন দিন রোগী শূন্য রয়েছে খুলনা সদর হাসপাতালের করোনা ইউনিট। এদিকে খুলনায় শনাক্তের হার ১১ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় খুলনা ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। 
হাসপাতালগুলোর দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে আসা  রোগীদের চিকিৎসায় পাঁচটি সরকারি-বেসরকারি হাসপাতাল রয়েছে। যার মধ্যে তিনটি সরকারি ও দু’টি বেসরকারি হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে রোগীদের জন্য রয়েছে ৫৬৫ শয্যা। এর মধ্যে ৮০ শয্যার খুলনা সদর হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী নেই। আর খুলনার বাকী হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছে ১১৬ জন। এর মধ্যে খুলনা ২০০ শয্যার  করোনা হাসপাতালে ৬৪ জন, ৪৫ শয্যার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২১ জন, ৯০ শয্যার খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন এবং ১৫০ শয্যার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন রোগী ভর্তি রয়েছে। আর খুলনা সদর হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিট সম্পূর্ণ খালি রয়েছে। গত তিন দিন কোনো রোগী ভর্তি হয়নি, বরং সম্পূর্ণ ইউনিট রোগী শূন্য রয়েছে। এর আগে ২০ জুন করোনায় আক্রান্ত রোগীর চাপ সামলাতে খুলনা সদর হাসপাতালে ৭০ শয্যার করোনা ইউনিটের যাত্রা শুরু হয়। পরবর্তীতে রোগীর চাপ আরও বাড়লে ৮০ শয্যায় পরিণত করা হয়।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগী ভর্তি হয়নি। এর আগের দু’দিনও করোনা ইউনিটে কোনো রোগী ছিল না। গত ২৮ আগস্ট সকাল পর্যন্ত চারজন রোগী ভর্তি ছিল। সর্বশেষ ২৯ আগস্ট সেই চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ওই দিন থেকেই রোগী শূন্য রয়েছে হাসপাতাল। 
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুলতলার মোঃ জাহাঙ্গীর কবির (৬৫) মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় খুলনার শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা। 
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৩৬টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ শতাংশ।