খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

অতিরিক্ত আইজিপি হলেন ১৪ কর্মকর্তা

খবর প্রতিবেদন |
০২:৪৯ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৪


অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন ১৪ জন উপ-পুলিশ মহাপরিদর্শক। এদের মধ্যে চারজনকে স্থায়ী পদে এবং ১০ জনকে সুপারনিউমারারি পদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদ দিয়ে রোববার  দু’টি প্রজ্ঞাপন জারি করেছে জননিরাপত্তা বিভাগ।
সুপারনিউমারারি পদ বলতে বুঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।
পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ঢাকার অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদ, ঢাকা হাইওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ মাসুদুর রহমান ভূঞা এবং পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ তওফিক মাহবুব চৌধুরী স্থায়ী পদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন।