খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

ফুলবাড়ীগেট বীরমুক্তিযোদ্ধা হেমায়েত হোসেনের ইন্তেকাল

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:১৩ এ.এম | ০৪ মার্চ ২০২৪


কিডনি জাতীয় রোগে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন গত শনিবার দিবাগত রাত ৩টায় শহিদ শেখ আবু নাসের হাসপাতালে মৃত্যুবরণ করেন।(ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। গতকাল রোববার জাব্দীপুর ঈদগা ময়দানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুর রেজার নেতৃত্বে পুলিশ বাহিনী রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহে গার্ড অফ অনার প্রদান করেন। পরে জানাজা শেষে যোগীপোল গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে মরহুম হেমায়েত হোসেন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাজা উপস্থিত ছিলেন খুলনা মহানগর সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোঃ আজাদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবর আলী সরদার, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম রেজেওয়ান আলী, বীর মুক্তিযোদ্ধা মোল­া মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়া, খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা কাগজী আজগার আলী, বীর মুক্তিযোদ্ধা আজাহার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধ খন্দকার হেমায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিন কাজী, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মিনাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।