খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

খালিশপুর আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ০৪ মার্চ ২০২৪


খালিশপুর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর আইডিয়াল স্কুল প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোঃ মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশন ওয়াড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম প্রিন্স, খালিশপুর ১০নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাজী সাফায়েত হোসেন প্যারেট, সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ নূরুল ইসলাম ও শিপইয়ার্ড স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু দাউদ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন শেখ মুহিত আহম্মেদ (হিরু), ওয়াহিদা খানম, নাজমা খানম, ফারহানা ইয়াসমিন, কুলসুম আক্তার, তামান্না জামান মীম, রফিকুল ইসলাম ফরহাদ, নুরে জান্নাত নুপুর, মোঃ শহিদুল ইসলাম, ওয়াহিদা খানম, মোঃ শাহরিয়া হোসেন, আলশাহারিয়া সুমন, হোসনেয়ারা জিনাত, খালিশপুর আইডিয়াল স্কুল সভাপতি কাজী সেকেন্দার হায়াত উদ্দিন প্রমুখ।