খুলনা | শনিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৮ ভাদ্র ১৪৩২

নগরীতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক |
১২:২৭ এ.এম | ২৪ মার্চ ২০২৪


অসহায় মানুষদের সাহায্যকারী সংগঠন বেটার গিভিংয়ের সৌজন্যে খুলনার নামকরা স্কুল-কলেজ শিক্ষার্থীদের ব্যতিক্রম ইফতার বিতরণ করা হয়। গতকাল শনিবার তিনটি ইজিবাইকে ১২ শিক্ষার্থী আসরের পর থেকে ইফতার পূর্বপর্যন্ত নগরীর রেল স্টেশন, বয়রা, রায়েরমহল, আবু নাসের মোড়, নতুন রাস্তা, মেডিকেল কলেজ, সোনাডাঙ্গা, শিববাড়ি, ময়লাপোতা পর্যন্ত দেড় শতাধিক গরীব-দুস্থ-অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে। অভিজাত হোটেল ও পাড়া, মহল­ায় বড় বড় ইফতার পার্টিতে এসব রোজাদারদের কোন ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাওহা উলফাত জানান, পত্র-পত্রিকা, টিভিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতার প্রোগ্রামগুলোতে অসহায় কিংবা গরীব রোজাদারদের দেখা যায় না। দরিদ্রতার কারণে কাউকে কাউকে সামান্য পানি দিয়েও ইফতার করতে দেখা যায়। সেজন্য আমরা ১২ শিক্ষার্থী মিলে সিদ্ধান্ত নেই একদিন আমরা এসব রোজাদারদের ইফতার করাবো। সে সিদ্ধান্ত নিয়ে করোনেশন, মন্নুজান, নৌ-বাহিনী, ইকবাল নগর স্কুলের শিক্ষার্থী বন্ধুদের জানালে তারাও এগিয়ে আসে। এদিন আচমকা ইফতার হাতে পেয়ে অসহায় রোজাদাররা খুশি হয়ে আমাদের জন্য দোয়া করে। শুধু ইফতার নয় এখন থেকে অসহায় মানুষদের উপকারে আমাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় শিক্ষার্থী মাহজাবিন, ঐশি, আনুশা, তাসফিয়া, রাইদা, আফিফা, আদিবা, তাসনিম, ইভা, সারা, মুনিয়া, দিশা, দিনা, নাহিয়ান ও লাবন্য প্রমুখ উপস্থিত থেকে ইফতার বিতরণ করে।